রাসেল কবির// কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর কে ১৭ই ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় আলমগীর মাতুব্বর আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং এলাকায় তাহার বিরুদ্ধে অন্তহীন অভিযোগ। গত ৮/২\২০২৫ইংরেজি লতা ইউনিয়নের বিএনপি’র সভাপতি হুমায়ুন শাহিদের উপর রাত্র আনুমানিক দশটায় তাহাকে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়।ওই ঘটনার ধারাবাহিক ধারাবাহিকতায় কাজিরহাট থানায় রহিম শরীফ সহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেনএবং অজ্ঞাতনামা আরো কয়েকজনের কথা উল্লেখ আছে। ওই বিস্ফোরণ মামলায় পূর্বে আরো সন্দেহভাজন একাধিক লোক গ্রেপ্তার হয়েছেন।
১৭ই ডিসেম্বর গতকাল রাত্রে ডেভিড হান্ট পেজ[২]অভিযান পরিচালনা করেন।কাজিরহাট থানার তদন্ত অফিসার দীপঙ্কর সহ এস আই হৃদয় চাকলাদার ও পুলিশ সদস্যগণ। অতঃপর আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতব্বর কে বিভিন্ন অভিযোগ থাকায় ও বিস্ফোরণ মামলায় সন্দেহ জনিত কারণে তাকে পজ

