রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ৭ নং ভাসানচর ইউনিয়নে ১২মজানুয়ারি মঙ্গলবার সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মেহেদী সঙ্গীয় ফোর্স স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সহ-সভাপতি মিলন কে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায়। মিলন দীর্ঘদিন আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত। তাহার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগের তথ্য আছে বলে পুলিশ জানান। এই তথ্যের ধারাবাহিকতার তাকে লতা ইউনিয়নের বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির শাহীন কে হত্যার চেষ্টা বিস্ফোরণ গুলিবর্ষণ এর চলমান মামলায় মিলন কে সন্দেহভাজন আসামি করে, আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ নবিউল হাসানের সাথে, তিনি জানান অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না তবে আমাদের অভিযান অব্যাহত আছে। এলাকার সূত্রে জানা যায় মিলন এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে।

