মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড রাসেল দিও, সেনাবাহিনী মাদারগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সাদি আফরোজ, মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞা, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, আনসার ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট রকিব লিটন, জামায়াত মনোনীত এমপি প্রার্থীর এজেন্ট নূরুল আমিন, স্বতন্ত্র এমপি নারী প্রার্থী ফারজানা ফরিদ পুথি, ও এজেন্ট রাশেদা বেগম, স্বতন্ত্র এমপি প্রার্থীর এজেন্ট রবিউল ইসলাম, গণঅধিকার এমপি প্রার্থীর এজেন্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থীর এজেন্ট মুফতি আব্দুল মান্নান প্রমূখ। এরপূর্বে আচরণবিধির গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেন এসিল্যান্ড রাসেল দিও।

