শচীন্দ্রনাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি
খুলনার দাকোপে থানা পুলিশের অভিযানে গাঁজা সহ হাতে নাতে দুই জন আটক ও একজন পলাতক রয়েছে। পুলিশ দুই জন কে আাটক করে ও এক জনকে পলাতক আসামী করে কোট হাজতে পাঠানো হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে চালনা পৌরসভার টিটাপল্লী গ্রামের ফয়সাল শেখের বাড়ীর সামনে ঢালাই রাস্তার উপর গাঁজা বিকিনি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, এর নেতৃত্বে এ এস আই আজমীর হোসেন, কোং মোল্লা নাইম,ও ইব্রাহিম সহ থানা পুলিশের চৌকুস দল তৎক্ষনাৎ ঘটনা স্হলে গিয়ে আভিযান চালায়। এ সময়ে গাঁজা বিকিনি আবস্হায় পানখালী ইউনিয়নে ২ নং ওয়াডের আঃসাত্তারশেখের পুত্র আনিছুর রহমান শেখ ( ৩০) ও টিটাপল্লী এলাকার অজিত চন্দ্র শীলের পুত্র চিরজিতশীল (১৯) কে গাঁজা সহ হাতে নাতে আটক করে। আপর সহযোগী আসামি পানখালী ইউনিয়নের ২ নং ওয়াডের বক্কর শেখের পুত্র আছাবুর শেখ(৩৫) পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনা স্হল হতে দৌড়ে পালাতে সক্ষম হয়। পুলিশ আটক দুই জন কে ব্যাপক জিজ্ঞাসা করলে তাঁরা পালাক আসামীর নাম উল্লেখ করে। এব্যাপারে দাকোপ থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের আইনে ৩৬(১)এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দিয়ে আটক দুই জন সহ পলাতক আসামীর নাম উল্লেখ করে মামলা দায়ে করে আটক দুই জন কে কোট হাজতে পাঠানো হয়েছে বলে জানাজায়। দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাখতে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে। এ ধরনের অপরাধীকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।