ঢাকাThursday , 8 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

Link Copied!

খুলনা বিশেষ প্রতিনিধি

‘জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা’ শীর্ষক বিভাগীয় কর্মশালা আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেন্ডার একটি স্বাভাবিক  বাস্তবতা। কিন্তু জেন্ডার শব্দটি নিয়ে সমাজে একটি নেতিবাচক ধারণা রয়েছে। সাংবাদিকরাই তাদের লেখনিশক্তি দিয়ে এ অচলায়তন দূর করতে পারে। যার মধ্যদিয়ে সমাজে জেন্ডার বিষয়ে ভুল ধারণা দূর হবে। তিনি বলেন, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন। আবার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার।

কর্মশালার সমন্বয়কারী জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পিআইবির সহকারী প্রশিক্ষক জাকিয়া শিশির, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি মোঃ হোসেন শাকির প্রমুখ বক্তৃতা করেন। প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ২৮ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST