মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
স্তন ক্যান্সার, অল্প বয়সী নারীদেরও বাড়ছে ঝুঁকি, সচেতন হই, স্তন ক্যান্সার থেকে মুক্ত রই, এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ (অনার্স) অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় স্তন ক্যান্সার মুক্ত থাকার জন্য সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকন ফার্মাসিটিক্যাল এর পৃষ্ঠপোষকতায় এবং ঝিকরগাছার কৃতি সন্তান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ আশিকুর রহমানের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহম্মদ আশরাফ উজ জামান মাহমুদ।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান আলোচক ডাক্তার আশিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এখন অল্প বয়সী অনেক মেয়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সামাজিক সচেতনতা না বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। স্তন ক্যান্সার প্রতিরোধের মূলমন্ত্র হলো সচেতনতা, সময়মতো পরীক্ষা ও নিজের প্রতি যত্নশীলতা। প্রতিটি নারী যদি নিজের স্বাস্থ্য সচেতনতার অভ্যাস গড়ে তোলেন তাহলে একটি ক্যান্সার মুক্ত সমাজ গঠন করা সম্ভব। এজন্য তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী রেজওয়ানা কন্ঠ ও রুবাবা মর্ম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নাহার ফরিদা। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।