সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি।।
সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখেই তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তজুমদ্দিন উপজেলা চত্বরে র্যালি শেষে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা সিপিপির চেয়ারম্যান টুটুল তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক মুরাদ,প্রেসক্লাবে সাবেক সভাপতি রফিক সাদী, তজুমদ্দিন ফায়ার স্টেশন মাস্টার মোখলেসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাহান মিয়া, তজুমদ্দিন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হেলান লিটন, ফারুক, সদস্য রুবেল চক্রবর্তী। তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মিরাজ উদ্দিন, মমিন। উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান,স্থানীয় ফায়ার ফাইটার ও সিপিপির টিম লিডার এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তারা।