ঢাকাTuesday , 11 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় স্বাগতিক দল ছাড়াই জেলা প্রশাসক টুর্নামেন্ট শুরু ডাক ফুটবল প্রেমীদের ক্ষোভ।

দেশ চ্যানেল
June 11, 2024 3:33 pm
Link Copied!

জেলা প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ে স্বাগতিক দল ছাড়াই শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৪। মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশ নেয় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি ৩-২ গোলে পরাজিত করে জয়পুরহাট ফুলবল একাডেমিকে। তবে এই টুর্নামেন্টের বিভিন্ন জেলার ৮ টি দল অংশ নিলেও নেই স্বাগতিক পঞ্চগড়ের কোন দল। স্বাগতিক দল ছাড়াই এতো বড় টুর্নামেন্টের আয়োজন করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলার নতুন পুরাতন ফুটবলার ও ফুটবলপ্রেমি মানুষের মাঝে। তরুণদের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এই টুর্নামেন্ট বয়কটেরও ডাক দিয়েছেন। এছাড়া আগে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও এবার তেমন দর্শক ছিলো না। বেশিরভাগ গ্যালারি ছিলো দর্শক শূন্য। অন্যদিকে খেলা দেখতে সাধারণ ২০ টাকা ও গ্যালারিতে ১০০ টাকার টিকিট করা হয়েছে। টুর্নামেন্টে এই দুটি দল ছাড়াও ঠাকুরগাঁও, কুষ্টিয়া, সৈয়দপুর, গাইবান্ধা, রংপুর ও বগুড়ার একটি করে দল খেলায় অংশ নিয়েছে।

পঞ্চগড় টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান বলেন, দীর্ঘদিন পর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটি আশার কথা। তবে আমাদের পঞ্চগড়ের খেলোয়াররা খেলার সুযোগ পায় নি। তারা এখন দর্শক সারিতে বসে খেলা দেখছে। এটি কষ্টদায়ক।

প্রবীণ ফুটবলার আব্দুস সামাদ বলেন, আমরা পুরো জেলা থেকে এই টুর্নামেন্টে একটি দল আমরা দিতে পারলাম না। এই ব্যর্থতা কার? পঞ্চগড়ের ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ের কোন দল নেই এর চেয়ে লজ্জাকর আর কিছু হতে পারে না।

তরুণ সমাজকর্মী মানিক হোসেন বলেন, এই টুর্নামেন্ট বয়কট করলাম। তারা খেলবে আর আমাদের ফুটবলাররা বসে দেখবে তা লজ্জাকর। আয়োজক কমিটির লজ্জা হওয়া উচিত। একটি দল তারা তৈরি করতে পারেনি।

ইসমাইল নামে এক দর্শক বলেন, আমি ফুটবলপ্রেমি মানুষ। যেখানেই খেলা হয় আমি যাই। কিন্তু এবার মাঠে পঞ্চগড়ের কোন দল না থাকায় ফুটবলের আমেজ পাচ্ছি না। এর আগের টুর্নামেন্টগুলোতে পঞ্চগড় দল চ্যাম্পিয়ন হয়েছে বার বার। এখানে অনেক ভালো খেলোয়ার রয়েছে। স্বাগতিক দল ছাড়া একটি টুর্নামেন্ট হাস্যকর।

নিজেদের ব্যর্থতা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমরা একটি স্বাগতিক দল রাখার জন্য পৌর পরিষদ, জেলা পরিষদসহ অনেককে বার বার অনুরোধ করেছি কিন্তু পারিনি। আমরা চেষ্টা করবো আগামীতে যেন স্বাগতিক দল থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST