মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় আজ ১৭মে ২০২৪ রোজ শুক্রবার বোদা থানা পুলিশ এবং “বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন” (BCPRTA) এর সহযোগিতা একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন INFINIX HOT 11 PLAY উদ্ধার হয়েছে।
জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি গত কয়েক দিন পূর্বে বোদা উপজেলার পাঁচপীর বাজারে মনিল নামে এক অটোরিকশা চালক তার অটোরিকশায় পরে থাকা অবস্থায় পেয়েছে বলে জানিয়েছেন। গতকাল আনুমানিক রাত ৯ ঘটিকায় উক্ত মোবাইল ফোনটি মলিন চন্দ্র বোদা বাজার রাজু মাল্টিমিডিয়া এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে লক খুলতে আসেন এবং মোবাইল ফোনটির বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান কে বিষয় টি জানানো হলে তিনি বোদা থানার সেকেন্ডে অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি জব্দ করে থানায় হস্তান্তর করার নির্দেশনা দেন । বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন পঞ্চগড় জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানরা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছেন। পরবর্তীতে আজ মোবাইল ফোন টি বোদা থানা অফিসার ইনচার্জ জনাব মোজাম্মেল হক পিপিএম মোহদোয়ের নির্দেশনায় সেকেন্ডে অফিসার এস আই আবু বক্কর সিদ্দিকের কাছে
হস্তান্তর করেন এবং অফিসার ইনচার্জ মহোদয় বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যদের এধরনের জনসেবা মুলক উদ্যোকে স্বাগত জানান । এবিষয়ে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য নুরুজ্জামানের সাথে আলাপচারিতার সময় জানা যায় বোদা উপজেলার মতো যদি সকল জেলা এবং উপজেলার মুঠোফোন টেকনিশিয়ানরা মোবাইলের মালিকানার কাগজ পত্র যেমন, মোবাইলের imei সহ বক্স, মোবাইল ক্রয়ের রশিদ আছে কি না এবিষয়ে যাচাই বাছাই করে লক আনলক করেন তাহলে মোবাইল ফোন চুরি/ছিনতাই অনেক কমে যাবে বলে জানান । প্রশাসনের পাশাপাশি সকলে মিলে একসাথে কাজ করলে মুঠোফোন দ্বারা অপরাধ অনেকটা কমে আসবে। এই উদ্দেশ্য কে বাস্তবায়ন করার জন্য সারা দেশের মোবাইল ফোন টেকনিশিয়ানদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব জনাব মোঃ হাজবুল আলম জুলিয়েট ।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে নুরুজ্জামান জানা, “মুঠোফোন দ্বারা অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি করার” জন্য সারা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যরা।
বোদা উপজেলা ও পঞ্চগড় জেলা কমিটি এযাবত প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ দপ্তর আশিক ইসলাম, বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন সহ অনেকে।
উক্ত মোবাইল ফোনটিতে থাকা সিমের মাধ্যমে মুল মালিক নাঈমকের খুজে পাওয়া যায় এবং মোবাইল ফোন টি পরবর্তীতে থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে থানা থেকে নেওয়ার জন্য বলা হয় ।