বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ।
” আমি কন্যা শিশুর সপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি “—এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলায়ও আজ (৮অক্টোবর) বুধবার জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী উন্নয়ন কর্মী, মহিলা অধিদপ্তর এবং প্রশাসনের কর্মকর্তারা।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন স্যার–এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সহ আরও অনেকে। আলোচনায় বক্তারা বলেন, “কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের প্রতি বৈষম্য দূর করা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করাই আমাদের লক্ষ্য। প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে কন্যা শিশুদের সম্পৃক্ত করা সময়ের দাবি।”
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও কন্যা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উদযাপনের মাধ্যমে কন্যা শিশুদের প্রতি সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।