মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ির উল্টাছড়ি ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আক্তারুজ্জামান চৌধুরীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উল্টাছড়ি কমিউনিটি মেডিকেলে এলাকাবাসীর আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মো: শেখবর আলীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মোবারক হোসেন, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, জয়নাল মেম্বার, মোঃ মোজাম্মেল মাষ্টার। এ সময় অত্র এলাকার গন্যমান্য বক্তবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, অবসর জীবনের শুরু মানে শুধুই কাজের ইতি নয়, এটি একটি নতুন জীবনের সূচনা। আপনি চাকুরি জীবনের ৩৬ বছর কর্মনিষ্ঠা, সততা আর ভালোবাসা দিয়ে আমাদের মাঝে ছিলেন, দায়িত্ব পালন করেছেন নিঃস্বার্থভাবে, কর্মক্ষেত্রে রেখে গেছেন অম্লান দৃষ্টান্ত, আপনি বিদায় নিচ্ছেন, কিন্তু আপনার কাজ, চিকিৎসা সেবা, মানবিকতা আর আন্তরিকতার গল্প রয়ে যাবে আমাদের মাঝে।
বিদায় সংবর্ধনা শেষে মোটরসাইকেল বহরসহ এলাকাবাসী ডাঃ আক্তারুজ্জামান চৌধুরীকে তার বাড়িতে পৌছে দেন।