লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির উদ্যোগে ও বুল্লা বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে পরিচ্ছন্ন কর্মীর নিকট ঠেলাগাড়ি হস্তান্তর করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকালে বুল্লা বাজারের পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী সুবাস দাসের নিকট ঠেলাগাড়ি হস্তান্তর করা হয়।
ঠেলাগাড়ি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যবসায় কল্যাণ সমিতির সভাপতি মোঃ বাদশা মিয়া,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরীর সোনাই,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
মোসাহিদ আহমেদ বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহমেদ বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সুমন আহমেদ বিজয় ও বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি সহ ব্যবসায়ী বৃন্দ।