ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সীমান্তরক্ষী (BSF) এর গুলিতে বাংলাদেশী নাগরিক হত্যার বিরুদ্ধে জাগপা বিক্ষোভ মিছিল ।

Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় (জাগপার)-জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১মে বিকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট বাজারে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজনে সীমান্তে গত ৭ মে রাতে দুইজন নাগরিককে ভারতীয় বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ জানায়।

প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশ গুলো প্রমাণ করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও ভূ-খন্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন,সীমান্ত হত্যা কেন হয়? কার নিদর্শে স্বাধীন বাংলাদেশের উপর ভারতীয় বিএসএফ গুলি চালায়? কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না? কথাবার্তা পরিষ্কার আমরা হিল্লি-দিল্লি বুঝিনা। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে পনির ন্যায্য হিস্যা দিতে হবে। তারপর ভেবে দেখবো বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় কিনা।

রাশেদ প্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আয়োজন করেছেন। ভোটারবিহীন এই নির্বাচনে নির্বাচন কমিশন বলেছেন, নির্বাচন উৎসবমুখর হয়েছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি।

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি মফিদুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়াারুল ইসলাম, তেঁতুলিয়াা উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দেবিগঞ্জ উপজেলা জাগপার সভাপতি তপু ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদীন, আটোয়ারী উপজেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, মোঃ রহমান, উপজেলা জাগপা নেতা মোঃ আলী ফকির, নাজমুল প্রধান, শাহজান আলী, সফর আলী, মোঃ কামাল, মোঃ শহীদ, যুব জাগপা নেতা কামরুজ্জামান কুয়েত, মোখছেদুল আলম, জনি নন্দী, রফিকুল ইসলাম, মোঃ জনি হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, রফিকুল ইসলাম মোল্লা, জাগপা ছাত্রলীগ নেতা এরশাদ, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মানিক হোসেন প্রমূখ।

এদিকে তিরনইহাট বাজার সমাবেশ শেষে খয়খাটপাড়া সীমান্তে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার গণমিছিল অগ্রসর হলে বিজিবি ও পুলিশের যৌথ বাধার মুখে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST