জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ অক্টোবর সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে রুমে আলোচনা ও টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রলয় ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাতের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, নাক,কানও গলা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাঃ মোঃ কামরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান,এমটিইপিআই প্রসান্ত কুমার, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নায়েব আলী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির, এমটিইপিআই প্রসান্ত কুমার, শিক্ষক তামান্না খানম, শিক্ষক মোঃ দাউদ হোসেন।
এসময় উপস্থিত বক্তরা বলেন টাইফয়েড একটি প্রানঘাতি ব্যাধি। এই রোগ নির্মুলের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের ইউনিসেফ ও হো এর যৌথ উদ্দেগে এই টিকা প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কারনে প্রত্যেক শিশুর টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। কোন শিশু বাদ না পড়ে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। এই টিকা ৯ মাস বয়স থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন যাদের বয়স হয়েছে শুধুমাত্র তারা গ্রহন করতে পারবে।