মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,,
হবিগঞ্জের মাধবপুরে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছরের মতো এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব অর্থায়নে রবিবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃশাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
প্রতি বছরের মতো এবারও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মাধবপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের অসহায়, অস্বচ্ছল মানুষের কথা চিন্তা করেই মূলত সায়হাম গ্রুপের চেয়ারম্যান এস এম ফয়সল এই উদ্যোগ নিয়েছেন,আমি মনে করি এতে করে এই মানুষ গুলোর অনেক বড় সহযোগিতা হবে।
আজ ৩টি ইউনিয়ন, ধর্মঘর,চৌমুহনী,বহরা ইউনিয়নে ইফতার বিতরণ করা হয়,এতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি সামসুল ইসলাম কামাল, সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল বাবুল,ইয়াকুব খান,মির্জা এস এম ইকরাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ইদ্রিছ খান মাস্টার, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির,চৌমুহনী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন,ধর্মঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদ মাস্টার, বহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।