মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরের এ্যাডঃ রুস্তম আলী জজ কোর্টের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি ১৯৯১ সালের ৫ই জুন উপজেলার বলুহর ইউনিয়নের বলুহর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম (খান) পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত শামসুল হক। তিনি হরিণদিয়া আলিম মাদ্রাসা থেকে ২০০৬ সালে কৃতিত্বের সাথে দাখিল ও ২০০৮ সালে আলিম পাস করেন। এরপর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ২০০৮/০৯ সেশনে ভর্তি হয়ে এল এল বি অনার্স ও এল এল এম ডিগ্রি অর্জন করেন । তিনি অদম্য মেধাবী ও পরিশ্রমী। যার ফলে তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলে সনদপ্রাপ্ত হন এবং ঝিনাইদহ আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হন। চাহিদা এবং যোগ্যতার প্রমাণ হিসেবে ২০২২ সালে সুপ্রিম কোর্টের সনদপ্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। সৎ, বিনয়ী ও ভদ্র হিসেবে সকলের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে। তার ব্যাপারে কথা হয় হরিণদিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আনসার আলীর সাথে তিনি বলেন, আমার ছাত্র রুস্তম আলী এপিপি হওয়ায় আমি ও আমার মাদ্রাসার সবাই আনন্দিত এবং গর্বিত। আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি।