জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)
ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে আজ সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস) এর সহযোগিতায় ইকো-মেন প্রকল্পে আওতায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাকেরা বাণু, সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ডঃ মোঃ মেহেদী আল মাসুদ সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামছূর রহমান শুভ, ইকোমেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ সাইফুল আলম বালু, ইয়ূথনেটের জেলা সমন্বয়কারী মোঃ রেজায়ানুল ইসলাম এবং তরুণ জলবায়ুকর্মীরা ।
বৈঠকের শুরুতে ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামছুর রহমান শুভ ইকোমেন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া
গ্রীন নারী কল্যাণ ফাউন্ডেশন এর পরিচালক সাকেরা বাণু বলেন যুবকরা আমাদের ভবিষৎ, যুবকদের দেশের জন্য অনেক কিছু করনীয় আছে। যুবকরা দেশের জন্য পজিটিভ চিন্তা রাখলে , দেশের জন্য কাজ করলে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব।
সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ডঃ মোঃ মেহেদী আল মাসুদ বলেন যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য “যুববান্ধব দপ্তরগুলো বিভিন্ন প্রশিক্ষনের সুযোগ করে দিয়েছে। তিনি যুবদের সার্বিক সহযোগিতার করার আশ্বাস দেন”। তিনি আরো বলেন নিজেদের সচেতন হতে হবে। যুব সমাজ মাদকের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়ে। তাই সমাজের উন্নয়নে যুবদের মাদক মুক্ত থাকতে হবে।
মোঃ রেজায়ানুল ইসলাম ইয়ুথনেটের বিস্তারিত আলোচনা করেন তাছাড়া তিনি বলেন ইয়ুথনেট বর্তমানে ৪৮ টি জেলায় যুবদের নিয়ে সরাসরি কাজ করে যাচ্ছে।