ঢাকাFriday , 30 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ।

দেশ চ্যানেল
August 30, 2024 1:36 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

গাছ আমাদের বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা।

গাছ ভাঙ্গন রোধ করে, ঝড়-ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচায়, সর্বোপরি একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র।

হাওর রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচিতে বক্তাগনএকথা বলেন।

৩০ আগস্ট শুক্রবার লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন মধ্যসিংহগ্রাম সড়কে ও আলালপুর কবরস্থানে এই কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ সংগঠক কবি তাহমিনা বেগম গিনি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব,ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,করাব ইউ/পির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল।

বিজ্ঞাপন

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক ও লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মো: বাহার উদ্দিন,প্রকৃতি প্রেমিক ডাঃ ফরাসউদ্দিন,লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ,গাছ মামা হিসেবে পরিচিত মো: রায়হান মিয়া,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, বুল্লা বাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, লাখাই যুব ফোরামের আহবায়ক আকিব শাহরিয়ার, শিক্ষক কামাল উদ্দিন আহমেদ,হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসিন সাদেক,ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, সুভাস রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।

প্রধান অতিথি শরীফ জামিল বলেন, হাওরে ব্যাপকভাবে জনবসতি গড়ে উঠেছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং এই সমস্ত জনপদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাওরে গাছ লাগানো এবং হাওরের গাছ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। তিনি গ্রামে গ্রামে আরো অনেক গাছ মামা গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও এতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাছ মামা হিসেবে পরিচিত মোঃ রায়হান মিয়া ও লাখাই উপজেলার মহিউদ্দিন আহমদ রিপনকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর ‘সবুজ সাথী ‘সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST