ঢাকাSaturday , 29 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুদকের সাবেক উপ-পরিচালক শামসুল আলমের ইন্তেকাল ।

দেশ চ্যানেল
June 29, 2024 2:54 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কৃতি সন্তান বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের(দুদক ) এর সাবেক উপ-পরিচালক শামসুল আলম খান ইন্তেকাল করেছেন।

 

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ২টার সময় তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কণ্যা,দুই ভাই এবং তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ২৮ জুন বাদ জুম’আ নিউইয়র্কে অবস্থিত পাকিস্থান মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়।

 

উল্লেখ্য, মরহুম শামসুল আলম খান ২২ জানুয়ারি ১৯৫২ খ্রিঃ নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট জোতদার মরহুম আফাজ উদ্দীন খান ও মাতা মরহুমা শামসুন্নাহার খানম।

শৈশবে স্হানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাল্য শিক্ষা লাভের পর ১৯৬৬ খ্রিস্টাব্দে সলিমাবাদ তেবাড়ীয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন।

 

নাগরপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি লাভ করেন।পরবর্তীতে ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন।

 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ ডিগ্রি কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

 

১৯৮০ সালে ভূমি মন্ত্রনালয়ে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

১৯৮৪ সালে দূর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা হিসেবে যোগদান করে বিভিন্ন জেলায় “জেলা দূর্নীতি দমন কর্মকর্তা” হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

 

১৯৯৩ সালে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগের দ্বায়িত্ব গ্রহন করেন।এরপর ১৯৯৫ সালে দূর্নীতি দমন ব্যুরো, সদর দপ্তরে উপ-পরিচালক(প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ও মহাপরিচালকের স্টাফ অফিসার হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।

 

এরপর ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয়ে ময়মনসিংহ সহ ছয় জেলার দ্বায়িত্ব গ্রহন করেন।২০০৯ সালে তিনি চাকরী থেকে অবসর নিয়ে আমেরিকার নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST