ঢাকাTuesday , 21 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি।

দেশ চ্যানেল
May 21, 2024 10:09 pm
Link Copied!

জেলা প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ মে) দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়কে এমন অভিযোগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি মল্লিকাদহ উত্তর বালাপাড়া কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বলেন, কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে অভিযোগ আসার পরে আমরা সেই কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শুরুর পর দুপুরে ভোট দিতে আসা এক ভোটারের নিকট হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মদন মোহন রায়ের পক্ষে ভোট চান সহকারী প্রিসাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়। পরে বিষয়টি নিয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের নিকট অভিযোগ জানানো হয়। যদিও অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে না পারায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ উঠায় সেই কর্মকর্তাকে আমরা দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST