মেহেন্দিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরন করেন -ব্যারিষ্টার এ,এম মাসুম।

Spread the love

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল হিজলা উপজেলার কৃতিসন্তান আলহাজ্ব ব্যারিষ্টার এ,এম মাসুম এর উদ্যোগে এবং রহমান এন্ড নেছা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেহেন্দিগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার ২০২৩ ইং শিক্ষাবর্ষের মেধাবী এবং জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯আগষ্ট) সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্দা পার্কে এ বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর উত্তর বাজার কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের কৃতিসন্তান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহম্মেদ, মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্দা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কওমি ও দাখিলি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ ও অভিভাবকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *