সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
“মানবসেবা ও স্বনির্ভরতায় প্রতিদিন এই শ্লোগানকে সামনে রেখে বনায়ন ও পরিবেশ উন্নয়ন কর্মসূচীর আওতায় পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার। ১০ সেপ্টেম্বর) ১০ টায় ফাউন্ডেশন কার্যালয়ের সামনে উপজেলার পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শত ফলদ গাছের চারা। আম গাছ) বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশন কার্যালয়ে সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান, পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল বারী নাহিদ, ফাউন্ডেশনেরমীরসহ-সভাপতি সুশীল কুমার দাস, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট শাহাদত হোসেন বকুল, বিএনপি নেতা ফজলুল হক, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম ও আব্দুল মতিন ফকির প্রমুখ।