মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু কে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৮ টায় বালিজুড়ী আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু। মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রংধনু স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান সাগর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সরদার আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, চেয়ারম্যানের বন্ধু ব্যাচ- ১৯৯১ এর জাকারিয়া আলম ও জগলু মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজি, রংধনু স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত সভাপতি জাফর ইকবাল সৌকত ও সাধারণ সম্পাদক এমডি কবির সহ চেয়ারম্যানের ভক্তবৃন্দ। এর পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য কাউসার আহমেদ মামুন। পরে রংধনু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু কে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও রংধনু স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা কাউন্সিলর হাসানুজ্জামান সাগর। পরে জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।