ঢাকাSaturday , 16 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

একজন আলোকিত মানুষ”নুর মোহাম্মদ রাজ্য”

দেশ চ্যানেল
March 16, 2024 3:12 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

কিছু কিছু মানুষ এ পৃথিবীতে জন্ম নেন সমাজকে আলোকিত করার জন্য,যাদের সততা, মানবতা,চারিত্রিক দৃঢ়তা ও ত্যাগের আদর্শ ফুলের সুবাসে সমাজ নামক বাগানকে সুরভিত করে,তেমনি একজন আদর্শ মিডিয়া ব্যক্তিত্ব, “রাজ্য মাল্টিমিডিয়ার কর্ণধার,নুর মোহাম্মদ রাজ্য।

 

বর্তমান সময়ের প্রবাহে একজন নিখাদ মানুষের কথা ভাবতে গেলে রাজ্যের কথা বলতে ও দুকলম লিখতেই হয়।টাঙ্গাইলের ভিতর দিয়ে প্রবাহমান লৌহজং নদী দুষনমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা করতে বিডি ক্লিন সংগঠনের প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজ করেছেন জেলা প্রশাসনের সহযোগীতায়।রাজ্যের অনেক প্রতিভা তারমধ্যে গান লিখা,গান গাওয়া,গান সুরকরা,অভিনয়,নাটক রচনা,কবিতা আবৃত্তি সহ নানান প্রতিভা অনেকের কাছেই অজানা।

 

কথা ও কাজে,আচার ও ভূষণে, বিনয় ও চারিত্রিক দৃঢ়তায়, আদর্শে ও নীতিতে, কঠিন সত্যির মুখোমুখিতে নির্ভীক একজন মানবিক যোদ্ধা নুর মোহাম্মদ রাজ্য।

 

সুদীর্ঘ জীবনের পথ পরিক্রমায় বিভিন্ন ভূমিকায় তাঁর পথচলা।কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলকে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষিত সাংস্কৃতিক নগরির বাস্তবায়ন রুপ দেওয়ার।তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের সন্তোষে রাজ্য সিনেপ্লেক্স নির্মাণাধীনের কাজ চলছে। প্রতিটি ক্ষেত্রে তিনি অনন্যসাধারণ।

 

নিয়মানুবর্তিতা তাঁর বিশেষ গুণ। শুদ্ধ জীবনাচরণে, নৈতিকতায়,কথার পাণ্ডিত্যে মনে হয় তিনি যেন বিবেকের কণ্ঠস্বর। মানুষকে বড়ো করে দেখা তাঁর বিশেষ গুণ।

 

তাঁর বিশাল ব্যক্তিত্বের কাছে গেলে মনে হয় এক বটবৃক্ষের ছায়া। সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, মানবতাবাদ যেন তাঁর। চরিত্রে মিলেমিশে একাকার। অভিজাত নম্রতায় তিনি এই শহরের প্রাণ।। তিনি এমন এক মানুষ যিনি নক্ষত্রের মতো টাঙ্গাইলের লৌহজং নদী সহ অন্যান্য সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখে আলোকিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST