জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)
দৌলতপুর মতিউর রহমান অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর – শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক ও বি এল কলেজের সাবেক জি এস শহীদুল ইসলাম বন্দ। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ – সভাপতি গোলাম রব্বানী টিপু, আ’লীগ নেতা মেহেদী হাচান বিল্লাল। সভায় নেতারা বলেন, আগামী সেপ্টেম্বর ২০২৪ ইং মাসের দিকে দৌলতপুর শাহপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর বেবীট্যাক্সী থ্রী হুইলার ড্রাইভারস ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, মিজানুর রহমান মিজান,মোঃ ইমন, মোঃ মেজাবাউল হক, সেলিম শিকদার, আব্দুল মান্নান সহ দৌলতপুর – শাহাপুর ইজিবাইক মালিক ও ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ, ডাইভার বৃন্দ।

