ঢাকাSaturday , 17 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মোংলায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদদের স্মরণে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
August 17, 2024 11:30 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের মোংলায় খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত,বিএনপি’র চেয়ারপাশন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৭( আগস্ট ) শনিবার সকাল ১০ টায় মোংলা উপজেলা বিএনপির আয়োজনে মিঠাখালী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এ সমবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (সিনিয়র নেতা) শেখ রুস্তম আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মোল্লা শাহাজান, আবু হোসেন পনি,মাহবুবুর রহমান মানিক, ফরিদ শেখ, মো: শাহ আলম শেখ, বাবুল হোসেন রনি, যুবদল নেতা সাইফুল ইসলাম, আবুল কাশেম, রিয়াদ হোসেন, বাবলু হাওলাদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ আমাদের মানতে হবে। ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাদের আকাংখা বাস্তবায়নে আমাদের সঠিক কাজ করতে হবে। বিএনপি’র কাছে জনগণের প্রত্যাশা অনেক। ভুলভ্রান্তি এবং অপকর্ম হলে দায়ভার বিএনপির উপর এসে বর্তাবে। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরো বলেন তারেক রহমানের নির্দেশ কোন অবস্থায় যেন বিশৃংখলা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। তারুণ্যের প্রত্যাশা আমাদেরকে পূরন করতে হবে।

সভাপতির বক্তব্যে বিএনপি নেতা শেখ রুস্তম আলী বলেন বিএনপি নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে। তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে রাজপথে আমরা সাহসী ভূমিকা রাখছি।

 

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া-মোনাজাত করে তবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST