ঢাকাSunday , 18 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবীতে ৪র্থ দিনের মত বিক্ষোভ মিছিল 

দেশ চ্যানেল
August 18, 2024 4:37 pm
Link Copied!

সুমন আহমেদ বিজয়,লাখাই উপজেলা প্রতিনিধিঃ

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দ্রুত পদত্যাগের দাবীতে ৪র্থ দিনের মত বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

 

“দফা এক দাবী এক জাবেদ আলীর পদত্যাগ” এই স্লোগানে ১৮ আগস্ট রোজ রবিবার দুপুরে লাখাই উপজেলার বুল্লা বাজারে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

 

এসময় লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে বার বার দূর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবী জানান শিক্ষার্থীরা ।

 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে গত ১৪ আগস্ট বুধবার কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি এখনও পর্যন্ত পদত্যাগ করেন নি,তাই ১৪ আগস্ট বুধবার,১৫ আগস্ট বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ও ১৭ আগস্ট শনিবার ও ১৮ আগস্ট রবিবার বুল্লা বাজারে অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছি।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানান গত ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায়ের রশিদে মিলাদ-পূজা-দরিদ্র তহবিল ও নবীনবরণ অনুষ্ঠান বাবদ ৩ শত টাকা করে ৫ শত ২০ জন শিক্ষার্থী থেকে মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকা আদায় করা হলেও তিনি ৮২ হাজার টাকা খরচ করেন অবশিষ্ট ৭৪ হাজার টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে এবিষয়ে তদন্তে প্রমানিত হয়েছে।

তদন্তে প্রমানিত হওয়ার পরও তার বিরুদ্ধে কোন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় আমরা হতাশ।তাই আমরালাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর দ্রুত পদত্যাগের দাবী জানাচ্ছি এবং লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলী যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তারা।

 

উল্লেখ্য যে গত ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব বরাবরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা মহোদয়ের মাধ্যমে দুইটি স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST