ঢাকাSunday , 22 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বোয়ালমারী জামে মসজিদ নির্মাণ কাজের আর্থিক সাহায্যের আবেদন।

    দেশ চ্যানেল
    September 22, 2024 4:55 pm
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    মসজিদের একাউন্টে অর্থ না থাকায় বাকি কাজ সম্পন্ন করতে পারছেনা মসজিদ কমিটি । মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে গ্রামবাসীর অর্থায়নে ক্রমান্বয়ে এগিয়ে চলছিল মসজিদের নির্মাণ কাজ। কিন্তু আর্থিক সংকটের কারণে বর্তমান মসজিদের ছাদ ঢালাই এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় মসজিদের চতুর্দিকের ওয়াল ও ফ্লোর ঢালাই না থাকায় নামাজ পড়া নিয়ে দূর্ভোগে পড়েছেন এই মসজিদের মুসল্লিরা। অপরদিকে আবার মসজিদের নির্মাণকাজ শেষ করতে না পাড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে গ্রামবাসী ও মুসল্লিরা।

     

    সরেজমিনে গিয়ে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী  ইউনিয়নের মধ্য বোয়ালমারী জামে মসজিদটি গ্রায় ৬০ বছরের পুরোনো। এখানে শতাধিকের উপরে  মুসল্লিগন নামাজ পড়েন। গ্রামবাসী বেশিরভাগই অতি দরিদ্র কৃষক ও খেটে খাওয়া মানুষ। পুরোনো এই মসজিদটি দুই তলা ফাউন্ডেশন করা হয়েছে। এরই মাঝে নিচের ফান্ডেশন সহ পিলার কমপ্লিট করা হয়েছে ছাদ ঢালাইসহ বাকি কাজগুলো অসমাপ্ত রয়েছে। ছাদ ঢালাই করতে না পারায় এলাকার মুসল্লীরা পাশে একটি টিনের চালায় বিভিন্ন সময় ঝড় বৃষ্টির মাঝেও  মুসল্লিরা নামাজ পড়ছেন। তাই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সম্প্রতি গ্রামের স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে গ্রামবাসীর অর্থায়নে কাজ শুরু করলে এক পর্যায়ে আর্থিক সংকটের কারণে পিলার পর্যন্ত উঠা হলেও  ছাদ ঢালাই করা সম্ভব হচ্ছে না।

    মসজিদ কমিটির সভাপতি খতিবর রহমান জানান, স্থানীয় মুসলিমদের অর্থায়নে যেটুকু টাকা অর্জিত ছিল সে টাকা দিয়ে পিলার পর্যন্ত ওঠা সম্ভব হয়েছে।এখন আর মসজিদের একাউন্টে অবশিষ্ট আর কোন টাকা না থাকায় অর্থের অভাবে মসজিদটি ছাদ ঢালাইসহ যাবতীয় নির্মাণ কাজ শেষ করতে পারছিনা। অন্তত ছাদ ঢালাই করে নামাজ পড়ার উপযোগী করতে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন।

    মসজিদটির ইমাম শহর আলী বলেন, মসজিদের নির্মাণকাজ শেষ না হলে মসজিদের এসে নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে। বর্ষার মৌসুমে এবং প্রচন্ড গরমে জামাতে নামাজ পড়া খুব কঠিন হয়ে পড়ে।  এখন আল্লাহ জানেন কবে টাকা-পয়সা জোগাড় হয়ে নির্মাণ কাজ শেষ হবে।

    এসময় গ্রামের মুসুল্লিরা বলেন, আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের নেই। জানি না মসজিদের নির্মাণকাজ কবে শেষ হবে, আর কবে শান্তি করে মুসুল্লিরা নামাজ পড়তে পারবেন।

     

    তাই মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে দেশ- বিদেশ, সমাজের বিত্তবান এবং ধর্মপ্রাণ মানুষের কাছে মধ্য বোয়ালমারী মুসল্লীগণের অকুল আবেদন যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করে মসজিদটির ছাদ ঢালাই করতে নিম্নে ঠিকানায় সহযোগিতা করুন।

    টাকা পাঠানোর ঠিকানা, মধ্য বোয়ালমারী জামে মসজিদ,পঞ্চগড়  ব্যাংক একাউন্ট নম্বর ০২০০০১০৬৬১৯৮৬ অগ্রণী ব্যাংক টুনিরহাট শাখা, পঞ্চগড়

    যোগাযোগের ঠিকানা

    মোঃ খতিবর রহমান মোবাইল নাম্বার ০১৭৩৭১১২৯৪৫, সভাপতি, মধ্যদ বোয়ালমারী জামে মসজিদ, পঞ্চগড়। মো: হামিদার রহমান, মোবাইল নাম্বার, ০১৭৩৭০৪৭১৭৭ সাধারণ সম্পাদক,মধ্য বোয়ালমারী জামে মসজিদ, পঞ্চগড়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST