ঢাকাSunday , 6 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়া আবাসিক মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও বিতর্ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

দেশ চ্যানেল
October 6, 2024 11:28 am
Link Copied!

মোঃ আরফাত সানি চকরিয়া প্রতিনিধি:

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষাই একটি নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে চকরিয়া আবাসিক মহিলা কলেজের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল দশটায় কলেজ মিলনায়তনে দর্শন বিভাগের শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীনের সঞ্চালনায়

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জুবাইদুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী।কলেজের প্রভাষক জমির উদ্দিন, প্রভাষক সায়েম মুনীর সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বুলবুল জান্নাত, প্রভাষক সুলতানা জারিয়াসহ  বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

এইসময় বক্তব্য বলেন  বৈষম্যমুক্ত আদর্শ শিক্ষক সমাজ প্রতিষ্ঠায় জাত, বর্ণ, দলমত নির্বিশেষে নৈতিক ভিত্তি মজবুত করার মাধ্যমে মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতেহবে

পরে তিনটি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST