মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর মডেল প্রেসক্লাব নামে সাংবাদিকদের একটি সংগঠনের উপদেষ্টা মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ হামিদুর রহমান হামদু।
শনিবার (৮ মার্চ) সংগঠনটির মাসিক মিটিংয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপদেষ্টা মনোনিত হন।ওই সময় ক্লাবটির সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়,সাধারণ সম্পাদক ও আমার বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন,নন্দিতা টিভির ফরাস উদ্দিন,নারী সাংবাদিক শাবানা চৌধুরী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক চলমান দেশ অনলাইন পোর্টালের চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী,মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল,স্বদেশ বিচিত্রা পত্রিকার সোহাগ মিয়া, জাতিয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্ট /দেশ চেনেল এর মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল ইসলাম, সাংবাদিক রুবেল।মিয়া,সাংবাদিক আলহাজ্ব মাথু মিয়াসহ ওই ক্লাবের বিভিন্ন সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সে সময় প্রোগ্রামটি অনেকে ফেসবুক লাইভেও প্রচার করেন।
সভায় ক্লাবটির সভাপতি আজিজুর রহমান জয় বলেন,হামদু ভাইকে আমাদের উপদেষ্টা করতে পেরে আমরা ধন্য হলাম।তিনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু তার বিরুদ্ধেও যদি কোন কিছু পাওয়া যায় সেটিরও কোন ছাড় দেওয়া হবে না।
ওই সভায় সাংবাদিকরা বাৎসরিকভাবে উপজেলার উন্নয়ন খাতে অবদানের উপাদান রাখার জন্য বিশিষ্টজনদের পুরস্কার দেয়াসহ সাংবাদিকদের বিভিন্ন পেশাগত উন্নয়নের দিক নিয়ে আলোচনা করা হয়