বাগেরহাটের রামপালে রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন বীজ ও সার বিতরণ। - দেশ চ্যানেল
ঢাকাThursday , 11 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাগেরহাটের রামপালে রেমালে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন বীজ ও সার বিতরণ।

    দেশ চ্যানেল
    July 11, 2024 7:49 am
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি মৌসুমে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

     

    স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। ওই সময় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষকগণ উপস্থিত ছিলেন।

     

    উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, চলতি অর্থ বৎসরে প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে একইভাবে বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় এ উপজেলায় সর্বমোট ২৭ টন বীজ, ৫৪ টন ডিএপি সার ও ৫৪ টন এমওপি সারসহ মোট ১০৮ টন সার বিতরণ করা হয় বলে জানান ওই কর্মকর্তা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া গত বছরের মত অনুকূলে থাকলে আমন ফলনের আবাদ বাড়বে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST