আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বেড়া প্রেক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রবিবার(৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আনোয়ারুল ইসলামের অফিসকক্ষে বেড়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্ব ক্লাবের সদস্যদের সাথে পরিচিতি ছাড়াও থানার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্য বলেন, বেড়া থানার আইনশৃঙ্খলাসহ নানা সমাজবিরোধী কর্মকান্ড নিয়ন্ত্রনে পুলিশ তার সীমাবদ্ধতার মধ্যেই সচেষ্ট থাকবে। এ জন্য তিনি বেড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় ওসি তদন্ত সিদ্দিকুল ইসলাম, বেড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রুহুল আমীন সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সান, অর্থসম্পাদক ওয়াহিদুজ্জামান, সিনিয়র সদস্য সাইদুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

