নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরীবের মেহমান খানার উদ্যোগে ৩য় তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান উপজেলার নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ টায় গরীবের মেহমান খানার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ৬০০ শত জন রোজাদারদের ইফতার করানো হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,হালিমা ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হামিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, গরীবের মেহমান খানা কমিটির সাধারণ সম্পাদক ও দেশ চ্যানেলের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ,উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাতাব উদ্দিন হিটলার,তৌহিদুল ইসলাম লিটন,সহ-সভাপতি সাহিরুল তালুকদার, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি সুজন (সূর্য ) প্রমুখ।