আন্তর্জাতিক ডেক্স.
ভারতের কলকাতার হাওড়া থেকে ভারতীয় এক নাগরীকের টাকা আত্মসাৎ করে বাংদেশে এসে আত্মগোপনের অভিযোগ উঠেছে মোঃ ফিরোজ নামের এক বাংলাদেশীর বিরুদ্ধে।
অভিযুক্ত ফিরোজ খুলনা জেলার লবণচুড়া থানর টুটুপাড়া বড় খালপাড় গ্রামের শেখ সাঈদ মিস্ত্রি’র ছেলে।
ভুক্তভোগী জামাল উদ্দিন মল্লিক জানায়,”পূর্ব পরিচয় সূত্রে ফিরোজ আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা ধার নেয়।টাকা ফেরত চাইলে নানা রকম তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আমাকে না জানিয়েই সে বাংলাদেশে চলে যায় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।পরে আমি থানায় অভিযোগ করতে গেলে থানা কতৃপক্ষ জানায় যেহেতু ফিরোজ এখন কলকাতা থেকে বাংলাদেশে চলে গেছে,তাই তারা আমাকে কোন সহযোগিতা করতে পারবেনা।”
পরে তিনি খুলনা বাসীর সহযোগিতা কামনা করে সহযোগী ব্যক্তিকে পুরষ্কৃত করার আশ্বাস দেন।
ভুক্তভোগী জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করার মাধ্যম +917890290552(হোয়াটসঅ্যাপ)।