ঢাকাTuesday , 2 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সাজেকে জয়ন্ত কুমার চাকমার পরিবারের পাশে দাড়ালো দিঘীনালা কলেজের ছাত্র/ছাত্রীও তার সহ পার্টিরা

    দেশ চ্যানেল
    April 2, 2024 2:03 pm
    Link Copied!

    রুপন চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

    রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের হাজাছড়া শুকনোছড়া গ্রামের হত দরিদ্র এক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে রাংঙ্গামাটি,দিঘীনালাসহ খাগড়াছড়ি সরকারি কলেজের একদল ছাত্র/ছাত্রী। আজ মঙ্গলবার ২ এপ্রিল বিকাল ৪ টার সময়ে কলেজ ছাত্র- ছাত্রীদের দলটি প্রবীন জয়ন্ত কুমার চাকমাও সুরেশ সোনার চাকমার পুরো মাসের খাদ্যশস্য নিয়ে পাশে দাড়ান। কলেজ ছাত্র- ছাত্রীদের মধ্য উপস্তিত ছিলেন, বিধান চাকমা রাঙ্গামাটি কলেজ, ললিয়ন চাকমা খাগড়াছড়ি কলেজ, কামনাশীয় চাকমা- দিঘীনালা কলেজ, অসীম চাকমা – রাঙ্গামাটি কলেজ, এনজয় চাকমা- খাগড়াছড়ি কলেজ, মনিষা চাকমা- রাঙ্গামাটি কলেজ ও হ্যাপি চাকমা খাগড়াছড়ি কলেজ।

    এসময় জয়ন্ত কুমার চাকমার পরিবারকে আনুমানিক ১০ হাজার টাকার খাদ্য সামগ্রী প্রধান করা হয়। এতে রয়েছে ছাউল ২ বস্তা সয়াবিন তেল ৫লিটার,লবন,শুটকি,আলু,সবান, কাপর চোপরসহ আরো অনেক নৃত্যপুন্য সামগ্রী। জয়ন্ত কুমার চাকমাও তার ন্ত্রী সুরেশ সোনার চাকমা খুবই আনন্দিত হয়। কলেজ ছাত্র- ছাত্রীদের মঙ্গল কামনা করেন।

     

    গত ২২ জুলাই ২০২৩ সালে বয়স্ক ভাতা পাবার আকুতি – শিরোনামে সংবাদ প্রকাশিত হয় জয়ন্ত কুমার চাকমার পরিবারে। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন থেকে প্রবীন এই পরিবারকে বয়স্ক ভাতার আওতাই আনার ঘোষনা দেওয়া হলেও এখনো ভাতা পায়নি পরিবারটি।

     

    কলেজ ছাত্র- ছাত্রীদের এমন মানবিক উদ্দ্যেকে সাধুবাদ জানিয়েছে স্হানীয় শুকনোছড়া গ্রামবাসি ও সাজেক সর্ব স্হরের জনগন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST