জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ জন হয়েছে। আহাতদের লোহাগড়া হাসপাতালে ,নড়াইল,খুলনা,ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিধিন চলছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শাহিদ মিনে গ্রুপের সাথে আকতার ও আ,লীগ নেতা শরিফুল কাজী গ্রুপের দীর্ঘদিন দ্বন্দ চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার(৬ মার্চ) সকাল ৮ টার দিকে শরিফুল কাজীর লোকজন গরু দিয়ে শাহিদ মিনে ক্ষেতের গম ও খেশারী খায়াচ্ছিল। এ খবর পেয়ে শাহিদ মিনের লোকজন ওই ক্ষেতে যেয়ে গম খাওয়াতে শরিফুল কাজীর লোকদের বাঁধা দেয়। শরিফুল কাজীর লোকজন বাধা না শুনে উভয়পক্ষ তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে কম পক্ষে ২০ আহত হয়েছে। আহতরা হল,রুবেল মিনে,হোসেন শেখ,সাইফুল শেখ,আশকার মিনে,মনিরুল শেখ ,শাহাবুল শেখ,পান্নু শেখ,যগ্লু শেখ,শাহিদ মিনে,মিজানুর মিনে ও সাগর কাজীসহ কমপক্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপতালে,নড়াইল,খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাইফুল শেখের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলার প্র¯ু‘তি চলছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল , কোন পক্ষে কোন অভিযোগ দেয় নাই আভযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যাবস্থা গ্রহন করব।