নিত্যানন্দ মহালদার ববটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীর উপর এর কাঠের পুলের বেহাল দশা, যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ, গোন্ধামারী, কাঠালতলার একমাত্র পারাপারের কাঠের ব্রিজ টি অতিসত্বর মেরামত করা প্রয়োজন গঙ্গারামপুরের লোকজনও জমিজমা চাষাবাদ করতে ওই পোলটি ব্যবহার করে এপার আসতে হয় এবং সামনে বাসন্তী পূজা ফুলের কাছেই গোন্ধামারী সার্বজনীন দুর্গা মন্দির আগামীতে দুর্গাপূজা হবে পূজাতে বাইরের অনেক ভক্তবৃন্দ এখানে আসে , গোন্দামারি বাসি পৃতিস কবিরাজ বলেন পূজার আগে কাঠের ব্রিজটি মেরামত না করলে, ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ, Icon এলাকাবাসীর উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পোলটি জরুরী ভাবে মেরামত করার দাবি।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                