মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট দের বোয়ালিয়া ব্র্যাক অফিসের আয়োজনে ৩১ (জানুয়ারি)২৪, বুধবার , সকাল ১১ টার সময় অসহায় শীতার্তদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরন করা হবে আরো কয়েকটি ধাপে। আজ প্রথম ধাপে ৭৯ টি কম্বল বিতরন করেন (নন গভার্নমেন্ট অর্গানাইজেশন) ব্র্যাক মোল্লাহাট। এসকল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, বিশেষ অতিথি মোঃ মফিজুর রহমান (প্রেসক্লাব মোল্লাহাট), সাংবাদিক মাসুদ মীর, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ ইদ্রিস আলম, এলাকা ব্যাবস্থাপক (দাবি) মোঃ শফিকুল ইসলাম, এলাকা ব্যাবস্থাপক (প্রগতি) মোঃ তুহিনুর রশিদ, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ নাজমুল হাসান, হিসাব কর্মকর্তা মোঃ মশিউর রহমান, শাখা ব্যাবস্থাপক (ইউপিজি) মোঃ আবুল কাশেম, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এসোসিয়েট অফিসার কোহিনুর আক্তার, (হেলথ প্রোগ্ৰাম) এরিয়া ম্যানেজার মোঃ নিজামউদ্দীন, (ওয়াশ কর্মসূচি সংগঠক) দিপংকর বিশ্বাস, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার স্মৃতিকণা রায়, কিশোর কিশোরী সংগঠনের সভাপতি সজিব প্রমূখ।